ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি

ইসরায়েল যদি আবারও হামলা চালায়, তবে ইরান জায়নাবাদী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ গুড়িয়ে দেবে; আমেরিকাও রক্ষা করতে পারবে না

প্রকাশিত: ১৭:৫৬, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫৬, ৫ জুলাই ২০২৫

ইসরায়েল যদি আবারও হামলা চালায়, তবে ইরান জায়নাবাদী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ গুড়িয়ে দেবে; আমেরিকাও রক্ষা করতে পারবে না

ছবিঃ সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায়, তবে ইরান এমন প্রতিশোধ নেবে যা তথাকথিত জায়নাবাদী শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত করে ফেলবে। এমনকি যুক্তরাষ্ট্রও তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) তেহরানে আয়োজিত এক ভাষণে জেনারেল মুসাভি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ীর নির্দেশনা অনুযায়ী ইরান প্রতিশোধের জন্য একটি চূড়ান্ত পরিকল্পনা প্রস্তুত রেখেছে।

তিনি জানান, “পরিস্থিতি এখনও আমাদের পূর্ণ প্রতিশোধ পরিকল্পনা কার্যকর করার প্রয়োজন তৈরি করেনি। তবে যদি তারা আবারও হামলা চালায়, তাহলে তারা বুঝতে পারবে ইরান কী করতে সক্ষম।”

মুসাভি বলেন, “সে পরিস্থিতিতে এমনকি আমেরিকাও নেতানিয়াহুকে রক্ষা করতে পারবে না।”

সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি

ইমরান

×