
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পুলিশের কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, "পুলিশ পরিচালনার দায়িত্ব স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের হাতে ন্যস্ত করতে হবে"।
তিনি লেখেন, "পুলিশকে আমলাতন্ত্রের অধীনে রেখে ন্যায়বিচার প্রত্যাশা করা অবাস্তব। কারণ পুলিশ সদস্যরাই অনেক সময় অবিচারের শিকার হন। থানা ধ্বংস বা পুলিশের ওপর হামলার মনোভাব বর্জন করতে হবে। বরং তাদের সমস্যার কথাও শোনা জরুরি।"
আলাউদ্দীন আরও বলেন, "পুলিশ মাঠে কাজ করে বলে তাদের কার্যক্রম দৃশ্যমান, কিন্তু যারা পর্দার আড়ালে থেকে নির্দেশ দেন, তাদের অনেকেই অজানা রয়ে যান।"
তার দাবি, একটি স্বাধীন কমিশনের অধীনেই প্রকৃত পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, কমিশনের কাছে জবাবদিহিতার ব্যবস্থাই পারে পুলিশকে নিরপেক্ষ ও কার্যকর বাহিনীতে পরিণত করতে।
আসিফ