ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নাহিদ ইসলাম

যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার

প্রকাশিত: ১৯:৪৯, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৯, ৫ জুলাই ২০২৫

যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়; জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।

“মুজিববাদীরা পলাতক। তারা ভারতের আশ্রয়ে পালিয়ে গেছে, কারণ এরা কখনোই বাংলাদেশি রাজনৈতিক শক্তি ছিল না। এটি ছিল একটি ভারতীয় পার্টি। আমরা বলেছি, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আর কারও ইশারায় চলবে না—না ভারত, না আমেরিকা, না চীন, না পাকিস্তান। বাংলাদেশের রাজনীতি ঠিক করবে বাংলাদেশের জনগণ।”

নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, “২০১৮ সালের ভোট ডাকাতির যারা অংশীদার ছিল—ডিসি, প্রশাসন, নির্বাচন কমিশনার—তাদের পরিণতি আজ সবার জানা। এবার যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজি করে, তবে তাদের পরিণতিও একই হবে।”

তিনি বলেন, “আমরা নতুন সিস্টেম চাই, নতুন আইন চাই, নতুন বাংলাদেশ চাই। পুরোনো খেলার নতুন খেলোয়াড় হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুবসমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য।”

পথসভায় এনসিপি আহ্বায়ক আরও বলেন, “নতুন দল এসেছে, জাতীয় নাগরিক পার্টি এসেছে। এটি সেই বিকল্প নেতৃত্ব যা দেশের মানুষ গত ৫৪ বছর ধরে খুঁজে এসেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই এনসিপির আবির্ভাব।”

সভা শেষে তিনি প্রত্যেককে ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানান এবং বলেন, “সেদিন আমরা নতুন বাংলাদেশের শপথ নেব।”

সানজানা

×