ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

যে মানুষটার বয়স ৪০ বছর সে কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি: হেলেন জেরিন খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৯:৩৫, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৬, ৫ জুলাই ২০২৫

যে মানুষটার বয়স ৪০ বছর সে কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি: হেলেন জেরিন খান

দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে যে মানুষটার বয়স ৪০ বছর সে কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। মানুষের দীর্ঘ প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করার জন্য দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে গেছেন প্রত্যাশা শুধু একটাই গণতন্ত্র ফিরিয়ে আনা। শনিবার বিকেলে পৌর শহরের চরমুগরিয়া মহা বিদ্যালয় মাঠে খাগদী মিনি ফুটবল টুর্নামেন্টে ২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল খেলা দেখতে আসা অভিভাবকদের বলেন আপনাদের সন্তানদের খেলাধুলায় অনুপ্রাণিত করবেন খেলাধুলায় আকৃষ্ট থাকলে কিশোর গ্যাং তৈরি হবে না অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করুন। 

এসময় নাদিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার,জেলা বিএনপির সদস্য হায়দার হাওলাদার,সদস্য মজিবর রহমান হাওলাদার,সদস্য আলমগীর সরদার, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান প্রমুখ। 

 

রাজু

×