ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ভাইরাল স্লোগানে ঝড় তোলা তামান্না আজ ভুলে যাওয়া একটি না

প্রকাশিত: ০০:৩০, ৬ জুলাই ২০২৫

ভাইরাল স্লোগানে ঝড় তোলা তামান্না আজ ভুলে যাওয়া একটি না

ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই আন্দোলনের সময় সাহসী অবস্থান ও তীব্র স্লোগানের মাধ্যমে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ঠাকুরগাঁওয়ের কিশোরী তামান্না আক্তার। তার কণ্ঠে উচ্চারিত স্লোগান—“কে এসেছে? কে এসেছে? পুলিশ এসেছে! কি করছে? কি করছে? স্বৈরাচারের পা চাটছে!”— মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছিল। সেই সময় তামান্না হয়ে উঠেছিলেন  আন্দোলনের সাহস ও প্রতিরোধের প্রতীক।

কিন্তু এক বছর পর তামান্না নিঃসঙ্গ, অবহেলিত ও হতাশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জুলাই আন্দোলনের পর কেউ আমার খোঁজ নেয়নি। আমি ভাইরাল হয়েছিলাম—সেই কারণে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারতাম। ছাত্রলীগ বা অন্য কোনো গোষ্ঠী হয়তো আমাকে বিপদে ফেলতে পারত। কিন্তু কেউ তখন পাশে আসেনি এবং আমার কোনো খোজঁ নেয়নি।”

জুলাই ২০২৪-এ সারাদেশে সরকারবিরোধী আন্দোলন যখন চূড়ায়, তখন ঠাকুরগাঁওয়ের এক মিছিলে অংশ নিয়ে তামান্না তার জ্বলন্ত ভাষা ও সাহসী অবস্থানের জন্য সামাজিক মাধ্যমে নায়ক বনে যান। রাজনৈতিক হুমকির আশঙ্কা ছিল, পরিবার-পরিজনের মানসিক চাপ ছিল—কিন্তু তামান্না ভয় না পেয়ে বলেছিলেন যা বলার।

তবে সেই সাহসিকতা এখন ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে। এক বছর কেটে গেলেও কোনো রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন কিংবা সাংবাদিক কেউই তার খোঁজ নেয়নি।

ফারুক

×