ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইবি সিআরসির ফল উৎসব

সংগীত কুমার, কন্ট্রবিউটিং রিপোর্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:২৫, ৫ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইবি সিআরসির ফল উৎসব

ছবি: জনকণ্ঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফল উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড (সিআরসি)'। 

শনিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। ফল উৎসবে উপস্থিত শিশুদের মধ্যে কাঁঠাল, কলা, আপেল, জামরুল, ড্রাগন ফল, আনারস, খেজুর, আমড়া, জাম, পেয়ারা প্রভৃতি মৌসুমি ফল বিতরণ করা হয়। এছাড়াও তাদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও খেলাধুলাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে সিআরসির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিআরসির সভাপতি ইমদাদুল হক বলেন, “কাম ফর রোড চাইল্ড সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। আমাদের পরিচালিত ‘সিআরসি স্কুল’-এ বর্তমানে ২০-২৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পুষ্টির কথা মাথায় রেখে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে, যাতে তারা সুস্থ ও আনন্দময় সময় কাটাতে পারে। ভবিষ্যতেও আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শহীদ

×