ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

"ইরান পরমাণু কার্যক্রম চালু রেখেছে": ট্রাম্প

প্রকাশিত: ১৯:৩৫, ৫ জুলাই ২০২৫

সংগৃহীত

ইরান এখনো পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শনেরও অনুমতি দেয়নি এমনই বিস্ফোরক দাবি তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। তারা এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, আর পরিদর্শকদের প্রবেশের সুযোগ দিচ্ছে না। এমনটা চলতে পারে না।”

ট্রাম্প আরও বলেন, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। যদিও তেহরান থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তিনি বলেন, “তারা (ইরান) জানে, আমার সময়ে কেমন কঠোর নীতি ছিল। এখনো তারা জানে, আমি ক্ষমতায় ফিরলে পারমাণবিক বিষয়ে ছাড় দেব না।”

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এগোচ্ছে।

তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরান পারমাণবিক চুক্তি (JCPOA) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তেহরানও ধীরে ধীরে চুক্তির শর্ত লঙ্ঘন করতে শুরু করে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য আবারও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগে থেকেই অস্থিতিশীল।

ট্রাম্পের নতুন দাবি ও হুঁশিয়ারির পর ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা এখনো অনিশ্চিত। তবে পারমাণবিক অস্ত্রের ছায়া যে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তা বলাই যায়।

হ্যাপী

×