ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চীনকে ট্রাম্পের হুমকি: টিকটক না বেচলে যুক্তরাষ্ট্রে হবে বন্ধ

প্রকাশিত: ০০:১০, ৬ জুলাই ২০২৫

চীনকে ট্রাম্পের হুমকি: টিকটক না বেচলে যুক্তরাষ্ট্রে হবে বন্ধ

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে আবারও বিতর্কের কেন্দ্রে এসেছে জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন— ১৭ সেপ্টেম্বরের মধ্যে টিকটক বিক্রি না হলে মার্কিন বাজারে তা নিষিদ্ধ করা হবে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, “আমি এমন কিছু ধনী সম্ভাব্য ক্রেতা পেয়েছি যারা টিকটকের মার্কিন শাখা কিনতে আগ্রহী। দুই সপ্তাহের মধ্যেই তাদের নাম প্রকাশ করবো।”

ট্রাম্প বলেন, “এই চুক্তির জন্য চীনের সম্মতি প্রয়োজন। প্রয়োজনে আমি সিজিনপিংয়ের সঙ্গে বা তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে পারি, এমনকি চীন সফরেও যেতে রাজি আছি।”

টিকটক মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্স যদি নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপটি বিক্রি না করে, তবে মার্কিন প্রশাসন আইন অনুযায়ী টিকটককে বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেন তিনি।

টিকটকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকি এবং ব্যবহারকারীর ডেটা চীন সরকারের হাতে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এর আগেও তিনি নির্বাহী আদেশ জারি করে অ্যাপটির বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এদিকে ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশাল” এখনো আর্থিকভাবে সফল হয়নি। তবে এটি যুক্তরাষ্ট্র ও কানাডায় সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে এবং কিছু বিনিয়োগকারী এতে আগ্রহ দেখাচ্ছেন।

নুসরাত

×