
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শনিবার (৫ জুলাই) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে ‘আমেরিকা পার্টি’।
মাস্ক লেখেন, “আজ ‘আমেরিকা পার্টি’র জন্ম হলো—আমাদের লক্ষ্য আপনাদের স্বাধীনতা পুনরুদ্ধার।”— এমন মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে তার সরাসরি পদার্পণের ঘোষণা দেন। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে বিবিসি রোববার (৬ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের প্রকাশ্য বিবাদ চলে আসছে। সেই উত্তাপের মাঝেই এলো তার নতুন রাজনৈতিক উদ্যোগের ঘোষণা।
পোস্টে মাস্ক আরও জানান, তার ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের দুইপ্রাচীন দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে গড়ে উঠবে। তবে দলটির সাংগঠনিক কাঠামো কিংবা নেতৃত্ব সম্পর্কে তিনি কিছুই জানাননি। এছাড়া এটি এখনো যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মাস্ক বলেন, “আমরা এমন এক একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আমেরিকা পার্টি এসেছে সেই ধারার অবসান ঘটাতে।”
তবে এখন পর্যন্ত মাস্কের এই ঘোষণার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নুসরাত