ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

২৫ বছর পর পাকিস্তান ছাড়ল মাইক্রোসফট, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

প্রকাশিত: ১০:২১, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১০:২২, ৬ জুলাই ২০২৫

২৫ বছর পর পাকিস্তান ছাড়ল মাইক্রোসফট, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই ও কাঠামোগত রূপান্তরের অংশ হিসেবে পাকিস্তানে ২৫ বছর ধরে চালু থাকা কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দিয়েছে।

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন বিশ্বব্যাপী ক্লাউড-ভিত্তিক ও অংশীদার-নেতৃত্বাধীন একটি মডেলে তাদের কার্যক্রম পরিচালনায় মনোনিবেশ করছে। এরই অংশ হিসেবে পাকিস্তান থেকে সরাসরি কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার দেশটির বিভিন্ন স্টেকহোল্ডাররা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, প্রযুক্তি খাতে এমন এক সময় এই ধাক্কা এলো যখন দেশের অর্থনীতি আগেই সংকটে রয়েছে।

মাইক্রোসফট পাকিস্তানের সাবেক কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তানে ব্যবসার পরিবেশকে এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনিশ্চিত ও অস্থিতিশীল মনে করছে। তিনি সরকার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে কেপিআইভিত্তিক পরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক টেক কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান।

এদিকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “মাইক্রোসফটের এ সিদ্ধান্ত আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত।” তিনি দাবি করেন, মাইক্রোসফট এক সময় পাকিস্তানে তাদের কার্যক্রম সম্প্রসারণের কথা ভাবলেও ২০২২ সালের শেষ দিকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ভিয়েতনামকে বিকল্প হিসেবে বেছে নেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের পর থেকে মাইক্রোসফট তাদের ইতিহাসের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ৯,১০০ জনকে ছাঁটাই করেছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ।

নুসরাত

আরো পড়ুন  

×