
ছবিঃ সংগৃহীত
টঙ্গী পূর্ব থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপন (৪৫) কে গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ।
রবিবার (৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। জিএস স্বপন টঙ্গী দত্তপাড়া লেদুমোল্লা রোড এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। বিএনপি নেতা জিএস স্বপনের গ্রেফতারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন জিএস স্বপন। তার অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জিয়াউল হাসান স্বপন পেশায় একজন আইনজীবী। পুলিশ বলছে, জিএস স্বপন বিএনপি নেতার পরিচয়ে নানা পেশাজীবী ও নেতাকর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করতেন।
পুলিশ বলছে, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী দোসরদের জিম্মি করে হত্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন জিএস স্বপন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বিএনপি নেতা জিএস স্বপনের বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা ও বহু লিখিত অভিযোগ রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে, পরে সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
ইমরান