ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আড়াল ভেঙে জনসম্মুখে খামেনি, ‘সিংহ’ স্লোগানে মুখর তেহরান

প্রকাশিত: ১৭:৫২, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫৪, ৬ জুলাই ২০২৫

আড়াল ভেঙে জনসম্মুখে খামেনি, ‘সিংহ’ স্লোগানে মুখর তেহরান

ছবিঃ সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘাত বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে। শনিবার রাতে পবিত্র আশুরা উপলক্ষে তেহরানের ইমাম খোমেনী মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময়, উচ্ছ্বাস ও আবেগের সাথে তাকে অভ্যর্থনা জানায় উপস্থিত জনতা। অনেকেই তাকে সিংহ আখ্যা দেন।

এই অনুষ্ঠানটি ছিল সংঘাত বিরতির দুই দিন পর খামেনীর জনসম্মুখে আসার প্রথম দৃশ্য। এর আগে, ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়, তবে তাকে সরাসরি জনসম্মুখে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে, এবং সংঘাতের সময় ইসরাইলি হামলায় নিহত সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের জানাযায়ও তিনি উপস্থিত ছিলেন না। যদিও ইরানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা এতে অংশ নেন, কিন্তু খামেনী তখন জনসম্মুখে আসেননি।

এদিকে, আশুরা উপলক্ষে অনুষ্ঠিত ওই আয়োজনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনীর উপস্থিতির ভিডিও প্রচার করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গাইতে শোনা যায় শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমীকে, এবং উপস্থিত জনতাও ফারসি ভাষায় "সিংহসিংহ" স্লোগান দেয়।

যুদ্ধবিরতির পর ইরান-ইসরাইল সংঘাত নিয়ে খামেনী একাধিক ভিডিও বার্তা দিয়েছিলেন। সর্বশেষ, ২৬ জুন তিনি এক ভিডিও বার্তায় ইরানকে বিজয়ী দাবি করেন এবং মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার জবাব দেন, জানান যে, যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও ইরান কখনো মাথা নত করেনি।

এভাবে দীর্ঘদিন জনসম্মুখে না আসার পর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনী তাঁর অস্তিত্বেরই জানান দিলেন, ধর্মীয় এই আয়োজনে অংশ নিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিলেন।
 

 
 

মারিয়া

×