ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নাশকতা পরিকল্পনার অভিযোগে দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

জাহিদুল ইসলাম জাহিদ, উলিপুর, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৮:০৫, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০৯, ৬ জুলাই ২০২৫

নাশকতা পরিকল্পনার অভিযোগে দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন শফিকুল ইসলাম (৪৭), যিনি পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি এবং নিজাই খামার গ্রামের ফজলার রহমানের ছেলে। অপরজন খলিলুর রহমান (৪০), যিনি কুড়িগ্রাম জেলা শ্রমিক লীগের সদস্য এবং পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম চন্ডিজন গ্রামের শমসের আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেতরাই বাজার থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম চন্ডিজন গ্রামের নিজ বাড়ি থেকে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রোববার (৬ জুলাই) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 
 

মারিয়া

×