
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে এখনও কোনো পরিদর্শনের চুক্তি হয়নি, এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধি (enrichment) বন্ধও করেনি”, । তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি “স্থায়ীভাবে পিছনে” নেওয়া হয়েছে, তবে সম্ভাবনা রয়েছে যে তারা অন্য কোথাও থেকে পুনরায় শুরু করতে পারে।
ট্রাম্প এ বিষয়ে খবরদাতা-বাহিত এয়ারফোর্স ওয়ান বিমানে বার্তা দিয়েছেন এবং জানান, আগামী সোমবার ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বিষয়টি তিনি তুলে ধরবেন । এখন পর্যন্ত ইরানের তীরণ বিরুদ্ধে ব্যাপক যুক্তরাজ্য-সহ ইউরোপীয় চাপ রয়েছে, তবে বিরোধীদের ধারণা এই সামরিক আক্রমণের ফলে কূটনীতি কঠিন হয়ে পড়বে । একই সঙ্গে জাতিসংঘের পরমাণু অনুসন্ধান সংস্থা আইএইএ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ইরান থেকে পরিদর্শকদের প্রত্যাহার করেছে, ফলে ইরানীয় পারমাণবিক স্থাপনার উপর নজরদারি স্থগিত রয়েছে ।
শিহাব