
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় দেশটির পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে থাকা অন্তত ২০ জনকে নিরাপদে সরিয়ে নেয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এবং ইসরায়েলি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সিনাগগটির প্রধান প্রবেশদ্বারে আগুন লাগানো হয়, ধারণা করা হচ্ছে, এক পুরুষ ব্যক্তি দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেন। পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত শ্বেতাঙ্গ এবং বয়স ৩০-এর কোঠায়। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি।
এই হামলাটি অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে চালানো একাধিক ঘটনার সর্বশেষ উদাহরণ। এর আগে সাত মাস আগে মেলবোর্নের আরেকটি সিনাগগেও একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে একজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, "উপাসনালয়ে যেকোনো ধরনের আক্রমণ ঘৃণার কাজ এবং ইহুদি-বিরোধী কর্মকাণ্ড আমাদের সমাজে অগ্রহণযোগ্য।" পুলিশও সাফ জানিয়েছে, ঘৃণামূলক কর্মকাণ্ড বা ইহুদি-বিদ্বেষের কোনো স্থান এই সমাজে নেই এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
শিহাব