ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

নাহিদ ইসলাম

শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, এটি আত্মার সম্পর্ক

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৭:১৫, ৫ জুলাই ২০২৫

শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, এটি আত্মার সম্পর্ক

ছবি: জনকণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সংবেদনশীল সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, আখতার হোসাইন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “এক বছর পূর্তিতে আমরা মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, এটি আত্মার সম্পর্ক।” তিনি আরও বলেন, “শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্রজনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে।

সাক্ষাৎ শেষে এনসিপির 'দেশ গড়তে জুলাই' কর্মসূচির অংশ হিসেবে শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়, যা সাতমাথায় গিয়ে মুক্ত মঞ্চে পথসভায় পরিণত হয়।

এ সময় তিনি বলেন, এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে সক্রিয়। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় এই বার্তাই আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।” পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা। বক্তারা বলেন, শহীদের স্মরণে এই কর্মসূচি শুধুমাত্র স্মৃতিচারণ নয়, বরং একটি প্রতিজ্ঞা ভবিষ্যতের বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই। নেতারা ঘোষণা দেন, আগামী ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে ধারাবাহিক কর্মসূচি চলবে।

এনসিপি নেতারা আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ফেরাতে অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধানে স্থানীয় নির্বাচন দিতে হবে। পাশাপাশি তারা শহীদ পরিবারের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, এই দাবি কেবল এনসিপির নয় ভবিষ্যতের যেকোনো সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে।

আবির

×