ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বায়ুদূষণ বদলে দিচ্ছে জিনের গঠন! বাড়ছে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি, দাবি নতুন গবেষণায়

প্রকাশিত: ২১:২০, ৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:২০, ৫ জুলাই ২০২৫

বায়ুদূষণ বদলে দিচ্ছে জিনের গঠন! বাড়ছে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি, দাবি নতুন গবেষণায়

ছবিঃ সংগৃহীত

মানবদেহে জিনের গঠনগত পরিবর্তন ঘটাচ্ছে বায়ুদূষণ। আর তার সরাসরি প্রভাব পড়ছে ফুসফুসের উপর। ধূমপান না করেও শুধুমাত্র দূষণের কারণে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষণার প্রেক্ষাপট

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’-র একদল গবেষক সম্প্রতি ‘শার্লক লাং স্টাডি’ শীর্ষক গবেষণায় এই বিষয়ে আলোকপাত করেছেন। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার ৮৭১ জন ফুসফুসের ক্যানসার আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হলো, এদের কেউই কখনও ধূমপান করেননি।

প্রত্যেকের শরীর থেকে বাদ দেওয়া টিউমারের সম্পূর্ণ জেনেটিক কোড বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান—বায়ুদূষণই ক্যানসারের একটি নতুন ও গভীর উৎস হয়ে উঠছে।

গবেষণা কী বলছে?

গবেষণায় দেখা গেছে, ‘TP53’ নামক জিনের গঠনগত পরিবর্তনে বায়ুদূষণের প্রভাব রয়েছে। আগে মনে করা হতো, এই পরিবর্তনের জন্য একমাত্র দায়ী ধূমপান। কিন্তু এখন প্রমাণ মিলছে, বায়ুদূষণও সমানভাবে এই পরিবর্তনের কারণ হতে পারে।

গবেষণার প্রধান অধ্যাপক লাডমিল আলেকজ়ান্দ্রভ বলেন,
“আমাদের বিশ্লেষণে দেখা গেছে, ধূমপানের কারণে যেসব জিনগত রূপান্তর ঘটে, একই ধরনের রূপান্তর বায়ুদূষণের ফলেও হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।”

টেলোমিয়ার সংকোচনের ইঙ্গিত

গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে—বায়ুদূষণ বেশি এমন অঞ্চলের মানুষদের টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে যাচ্ছে।

টেলোমিয়ার হলো ক্রোমোজোমের শেষপ্রান্তে থাকা একটি সুরক্ষাকবচ, যা কোষ বিভাজনের সময় ডিএনএ-কে রক্ষা করে। টেলোমিয়ারের দ্রুত ক্ষয় হওয়া মানেই শরীরে কোষ বিভাজন অতিমাত্রায় বাড়ছে, যা পরোক্ষে ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

সবচেয়ে ঝুঁকিতে কারা?

গবেষকেরা সতর্ক করেছেন—আফ্রিকার কিছু দেশ এবং এশিয়ার মধ্যে চীন, ভারত ও বাংলাদেশ দূষণের দিক থেকে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে। এসব অঞ্চলের মানুষের ফুসফুস ক্যানসারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

সতর্কতা
এই গবেষণা বিজ্ঞানীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ এক তথ্য, তেমনি সাধারণ মানুষের জন্য এক বড় বার্তা—পরিবেশ দূষণের প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে অদৃশ্য বিপদ।

ইমরান

×