
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, অনেকে বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতি কি? এদেশের মানুষ কোন দিন এটি শুনেনি। আজকে নতুন করে শুনছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আপনারা সবাই জানেন, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় যারা রাজনীতি করেছে সে যেই দলেরই হোক এই এলাকার মানুষের কল্যাণে জন্য কাজ করে, এই এলাকার উন্নয়ন করে তাদের জনপ্রিয়তা অর্জন করে, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চায়, এলাকার উন্নয়ন করতে চায়।
তিনি বলেন, এখন পিআর পদ্ধতিটি কি হচ্ছে, কোন এলাকায় সেখানে কোন ব্যক্তি দলের প্রার্থী হবে না, তাদের দলের একটি প্রতীক নিয়ে নির্বাচন হবে, এই প্রতীকের প্রতি যাদের আস্থা আছে, আদর্শের প্রতি যাদের আস্থা আছে তারা ভোট দিবে। যারা যতটুকু সংখ্যক ভোট পারে তাদের আনুপাতিক হারে তাদেরকে সংসদ সদস্য করার জন্য সুযোগ দিবে। তারা কি করবেন ঐ দলের নেতারা, তখন তাদের মধ্যে থেকে কিংবা বিকিকিনি করে টাকা পয়সা নিয়ে যাকে খুশি তাকে এমপি বানিয়ে দিবে। জনগণের সেখানে কিছুই করার নেই। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ির জলসা রেষ্টুরেন্টের সামনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সিদ্ধিরগঞ্জ থানা শাখার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র উগ্যোগে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম, সহ-সভাপতি রওশন আলী, সহ-সভাপতি মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু প্রমূখ।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বহু ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, বহু সংগ্রাম করে, রক্ত দিয়ে এই ২৪’র আন্দোলন আমরা সফল করেছি। কাজেই এই সফলতা যেন আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের কোন ক্ষতি করতে না পারে। এই জন্য বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এটিকে মোকাবেলা করতে হবে।
রাজু