ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কেমন থাকবে আজকের আবহাওয়া 

প্রকাশিত: ০৯:৪৩, ৬ জুলাই ২০২৫

কেমন থাকবে আজকের আবহাওয়া 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় আছে বাংলাদেশের উপর। এ অবস্থায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে দেশের অনেক অঞ্চলে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  

পূর্বাভাস অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টার মধ্যে  খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


 

তাসমিম

×