ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ভাইরাল শসার কৌশলে তেলাপোকা উধাও, জেনে নিন কীভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ৬ জুলাই ২০২৫

ভাইরাল শসার কৌশলে তেলাপোকা উধাও, জেনে নিন কীভাবে

ছবি: সংগৃহীত

গরম বাড়লেই বাড়ে তেলাপোকার উপদ্রব। গবেষণা বলছে, ঘরের তাপমাত্রা যখন ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে, তখনই তারা সবচেয়ে বেশি সক্রিয় হয়। গরমে এক একটি স্ত্রী তেলাপোকা মাত্র ৩৭ দিনে বংশবিস্তার করতে সক্ষম—যার মানে হচ্ছে শতাধিক নতুন পোকা খুব অল্প সময়ে হতে পারে!

সামাজিক মাধ্যমে ঝড় তোলা এই হ্যাকটি দারুণভাবে কাজ করছে বলে দাবি অনেক পরিবারের। প্রক্রিয়াটি এমন:

  • একটি বড় শসা খোসা ছাড়িয়ে সেই খোসা এক কাপ পানির সঙ্গে ব্লেন্ড করে নিতে হবে
  • মিশ্রণটি ছেঁকে নিয়ে মপিং জলে মিশিয়ে নিন
  • সপ্তাহে একবার এই পানি দিয়ে মপ করলে তেলাপোকারা পালায়

এটি সস্তা, শিশুবান্ধব, পোষাপ্রাণী-নিরাপদ এবং রাসায়নিক গন্ধ ছাড়াও ঘরকে রাখে সতেজ।

শসা কিভাবে কাজ করে? 
যদিও এখনো বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন যে শসার গন্ধ তেলাপোকা তাড়ায় কিনা, তবে শসার খোসায় থাকা কিছু রাসায়নিক যৌগ (যেমন trans-2-nonenal) পোকাদের বিচরণ পথের গন্ধকে ঢেকে দেয়। ফলে তারা পথ হারিয়ে ফেলে।

তেলাপোকারা বাস করে যেখানে খাবারের কণা, তেল ও আর্দ্রতা থাকে। নিয়মিত পরিষ্কার করলে সেই উৎস বন্ধ হয়ে যায়।

শসা না থাকলে, এই বিকল্পগুলো ব্যবহার করুন:

  • সাদা ভিনেগার: পানি ও ভিনেগার ১:১ অনুপাতে মিশিয়ে মপিং করুন।
  • পিপারমিন্ট অয়েল: আধা বালতি পানিতে ১৫-২০ ফোঁটা দিয়ে গন্ধ ছড়ান, পোকা দূরে থাকবে।
  • ক্যাস্টাইল সাবান: প্রাকৃতিক সাবান যেটা ফোম দিয়ে রাস্তা আটকায়।
  • ইউক্যালিপটাস অয়েল: ক্যামফার ধরনের গন্ধ যা তেলাপোকা অপছন্দ করে।

শুধু ন্যাপকিন দিয়ে মুছে নেওয়াও যথেষ্ট নয়। প্রতিদিন সঠিকভাবে মপ করলে যেসব তেলাপোকা লুকিয়ে থাকে, তাদের খাবার আর পানির উৎস শেষ হয়ে যায়। এক গবেষণায় দেখা গেছে, দিনে একবার মপ করলেই পোকা অর্ধেকে নেমে আসে।

মুমু ২

×