ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনা ভারতের কোথায় আছেন, প্রশ্নের জবাবে যা বললেন প্রেস সচিব

প্রকাশিত: ২১:২২, ৫ জুলাই ২০২৫

শেখ হাসিনা ভারতের কোথায় আছেন, প্রশ্নের জবাবে যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “প্রত্যাবর্তন-পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি ভারতের কোন জায়গায় আছেন, তা আমাদের জানার দরকার নেই। তবে আমরা নিশ্চিত—তিনি ভারতে আছেন।”

এক সাক্ষাৎকারে প্রেস সচিব বলেন, “ভারত শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমাদের এখনো কিছু জানায়নি। বে আমরা চাই, যেন তাকে বাংলাদেশে এক্সট্রাডিশন করে আনা হয়। সেই লক্ষ্যে যে সকল আইনি পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেগুলো নিচ্ছি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও বলেন, “আমরা বিশ্বাস করি, একদিন না একদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তিনি তার শাসনামলে সংঘটিত গুম, খুন ও বেআইনি ক্রসফায়ারের ঘটনার জন্য বিচারের সম্মুখীন হবেন।” 

তিনি জানান, আমাদের জানার দরকার নেই উনি ঠিক কোথায় আছেন আসল বিষয় হচ্ছে, তাকে ফিরিয়ে আনা আমাদের কাজ। তিনি যে পরিমাণ মানুষকে হত্যা, গুম, ক্রসফায়ারে দিয়েছেন, তার জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

 

সানজানা

×