ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

রংপুর অঞ্চলে ৩৩টি আসনে "বাংলাদেশ জামায়াতে ইসলামী" প্রার্থীর নাম ঘোষণা

শাকিল আহমেদ, রংপুর

প্রকাশিত: ১৫:৩৯, ৫ জুলাই ২০২৫

রংপুর অঞ্চলে ৩৩টি আসনে

ছবি: জনকন্ঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (৪ জুলাই)সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

রংপুরে জামায়াতের বিভাগীয় জনসভায় রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা,নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সবগুলো আসনের প্রার্থীর উপস্থিতে  বিভাগের সব জেলাগুলো প্রত্যেকটা আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।ঘোষিত তালিকা অনুযায়ী  প্রার্থীরা হচ্ছেন -

(রংপুর জেলা) 
রংপুর-০১ অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-০২ এটিএম আজহারুল ইসলাম
রংপুর-০৩ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর-০৪ মাওলানা উপ-অধ্যক্ষ এটিএম আজম খান
রংপুর-০৫ গোলাম রাব্বানী
রংপুর-০৬ মাওলানা নূরুল আমিন

(লালমনিরহাট জেলা)
লালমনিরহাট-০১ আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-০২ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট-০৩ হারুনূর রশিদ

(কুড়িগ্রাম জেলা)
কুড়িগ্রাম-০১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-০২ অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম-০৩ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-০৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক

(গাইবান্ধা জেলা)
গাইবান্ধা-০১ অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা-০২ আব্দুল করীম
গাইবান্ধা-০৩ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-০৪ ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা-০৫ মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস

(নীলফামারী জেলা)
নীলফামারী-০১ অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী-০২ (ঘোষণা করা হয়নি)
নীলফামারী-০৩ ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী-০৪ মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম

(দিনাজপুর জেলা)
দিনাজপুর-০১ মতিউর রহমান
দিনাজপুর-০২ অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর-০৩ অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর-০৪ আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-০৫ আনোয়ার হোসেন
দিনাজপুর-০৬ আনোয়ারুল ইসলাম

(ঠাকুরগাঁও জেলা)
ঠাকুরগাঁও-০১ দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও-০২ আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-০৩ মিজানুর রহমান

(পঞ্চগড় জেলা)
পঞ্চগড়-০১ ইকবাল হোসাইন
পঞ্চগড়-০২ শফিউল্লাহ শফি

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত এই জনসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে জনসভা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার  বিকাল ৩টায় রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত মহানগর আমীর মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

Mily

×