
বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই এনসিপির আবির্ভাব বলেছেন দলটির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার পথসভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন সিস্টেম চাই, নতুন আইন চাই, নতুন বাংলাদেশ চাই। পুরোনো খেলার নতুন খেলোয়াড় হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি। তুন দল এসেছে, নতুন নেতৃত্ব এসেছে, আপনাদের সামনে বিকল্প এসেছে। যেই বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর ধরে খুঁজেছেন, সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে।
নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, “২০১৮ সালের ভোট ডাকাতির যারা অংশীদার ছিল—ডিসি, প্রশাসন, নির্বাচন কমিশনার—তাদের পরিণতি আজ সবার জানা। এবার যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজি করে, তবে তাদের পরিণতিও একই হবে।”
সভা শেষে তিনি প্রত্যেককে ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানান এবং বলেন, “সেদিন আমরা নতুন বাংলাদেশের শপথ নেব।”
সানজানা