ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ১৫:১৪, ৫ জুলাই ২০২৫

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে

ছবি: জনকণ্ঠ

পাঁচ দফা দাবিতে শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে জেলার সর্বত্র পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব মালিক-শ্রমিক একত্রিত হয়ে যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিয়েছেন।

সিলেটের ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবিগুলো হলো: পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। অনতিবিলম্বে সিলেট জেলার সকল পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ও স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সিলেট জেলা ক্রাশার মিল মালিক, শ্রমিক, ব্যবসায়ী ঐক্য পরিষদের এই কর্মবিরতির সাথে ঐক্যের ঘোষণা দিয়ে একাত্মতা প্রকাশ করেছে জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি।

উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই (বুধবার) নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে আজকের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, তা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

আবির

×