
ছবি: দৈনিক জনকণ্ঠ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কনস্টেবলদের বরণ ও পাঁচ দিনব্যাপী ব্যবহারিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা নবাগত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তৃতায় পুলিশ কমিশনার পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা এবং জনসেবার মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণকালীন প্রস্তুতি ও অভিজ্ঞতা সম্পর্কেও খোঁজ খবর নেন।
শনিবার (৫ জুলাই) এসএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস। প্রশিক্ষণে অংশ মোট ২০০ জন নবাগত কনস্টেবল অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেনসহ এসএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, পাঁচ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কার্যক্রম নবাগত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের পূর্বপ্রস্তুতি হিসেবে বাস্তবভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, আচরণগত উন্নয়ন ও দায়িত্ববোধ গঠনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
মিরাজ খান