ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জাতিসংঘের তত্ত্বাবধানে গত ১৫ বছরের সাংবাদিকতা তদন্তে বিশেষজ্ঞ চায় সরকার

প্রকাশিত: ১৮:৪৯, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫০, ৫ জুলাই ২০২৫

জাতিসংঘের তত্ত্বাবধানে গত ১৫ বছরের সাংবাদিকতা তদন্তে বিশেষজ্ঞ চায় সরকার

গত ১৫ বছরের সাংবাদিকতা কার্যক্রমের সুষ্ঠু মূল্যায়নে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সরকার। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সভায় সম্প্রচার সাংবাদিকদের আর্থিক উন্নয়ন, ভিন্ন বেতন কাঠামো ও আলাদা কমিশন গঠনের দাবিগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সভায় অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এখন আপনি গত ১৫ বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যা করছি, আমরা ইউএনকে লিখছি। ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে কী হবে? বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে।”

তিনি আরও জানান, সরকার সাংবাদিকতার গুণগত মান, নৈতিকতা এবং স্বচ্ছতা মূল্যায়নে আন্তর্জাতিক পর্যবেক্ষণ চায়। এর মাধ্যমে একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা জানান, প্রতিবেদন প্রকাশের চার মাস পরও তেমন কোনো অগ্রগতি না থাকায় হতাশা তৈরি হয়েছে। তবে তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সুপারিশগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিজেসি’র সভাপতি রেজওয়ানুল হক রাজা বলেন, “এই ১৫ দফা সুপারিশের মধ্যে দুই-তিনটা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেমন সান্ত্বনা পাবেন, তেমনি আমরা মিডিয়াতে যারা কাজ করি, তারাও কিছুটা আশা পাব যে না, এই সরকারের আমলে অন্তত কাজটা শুরু হয়েছে।”

সভায় সিনিয়র সাংবাদিক খাইরুল আনোয়ার বলেন, “দুঃখজনক হচ্ছে, সে মার্চ মাসের ২৪ তারিখে জমা দেওয়া হল সংক্ষিপ্ত তালিকা, সেটার কোনো অগ্রগতি হয়নি। দেখলাম যে ১৯ জুন, প্রায় তিন মাস পরে এটা বাস্তবায়ন কিভাবে করা যাবে, তাও সব ক্ষেত্রে না, রেডিও, টেলিভিশনের সাহিত্য শাসন এই ব্যাপারে কি করা যায়, সেটার জন্য তিন মাস পরে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।”

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা সম্প্রচার সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন। পাশাপাশি তারা সম্প্রচারমাধ্যমে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন, যাতে এই পেশায় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

দেশের গণমাধ্যমের স্বচ্ছতা, স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে ১৫ বছরের সাংবাদিকতার নিরপেক্ষ মূল্যায়ন একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগই নির্ধারণ করবে এই উদ্যোগের সফলতা।

আফরোজা

×