ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার

জাতিকে মুর্খ করে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো

প্রকাশিত: ১৮:৫১, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৯, ৫ জুলাই ২০২৫

জাতিকে মুর্খ করে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো

ছবি: জনকণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন, “আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছে।”

শনিবার সকাল ১০টায় গাজীপুরের টুঙ্গিতে এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে শফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে।

 

অনুষ্ঠানে হাসান উদ্দিন সরকার বলেন, “জাতিকে মূর্খ, নেতৃত্বহীন এবং নির্ভরশীল করে রাখতে চেয়েছে আওয়ামী লীগ। এজন্য তারা পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির চর্চা চালু করেছে।”

তিনি আরও বলেন, “এক সময় শিক্ষকরা ছিলেন সমাজের শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আজ দুর্ভাগ্যজনকভাবে আমরা শিক্ষকদের মাঝেও দুর্নীতি দেখতে পাচ্ছি। এটি আমাদের জীবদ্দশায় দেখতে হলো।”

 

 

হাসান উদ্দিনের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন রীতিমতো প্রতিযোগিতা করে দুর্নীতি করা হচ্ছে। “আপনারা কল্পনাও করতে পারবেন না, কী ধরনের দুর্নীতি চলছে এসব প্রতিষ্ঠানে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার প্রতিষ্ঠানে এসব নেই। কিন্তু চারপাশে যা দেখছি, তা অত্যন্ত লজ্জাজনক।”

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও চিকিৎসা সংগঠনের প্রতিনিধি, শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য আয়োজিত হলেও, বক্তৃতায় দেশের শিক্ষাব্যবস্থার দুর্নীতিকে কেন্দ্র করে সরব হন এই বিএনপি নেতা।

 

ছামিয়া

×