ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়া ছেড়ে চলে গেলেও এখনও তিনি মানুষের মনে বেঁচে আছেন: শামীম সাঈদী 

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৩৬, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩৮, ৫ জুলাই ২০২৫

দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়া ছেড়ে চলে গেলেও এখনও তিনি মানুষের মনে বেঁচে আছেন: শামীম সাঈদী 

ছবি: জনকণ্ঠ

শহীদ আল্লাহমা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে  শামীম সাঈদী আকস্মিক ভাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের বাউফলের মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামের বাড়িতে আসেন। তিনি ড. শফিকুল ইসলাম মাসুদের বাবা অধ্যাপক সিরাজ উদ্দিন খানের আত্মার মাগফিরাত কামনার  জন্য  আসেন। শুক্রবার সন্ধ্যায় তিনি পিরোজপুর থেকে  ড. মাসুদের বাড়ি আসেন এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত অবস্থান করেন।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম সাঈদী বলেন, ড. শফিকুল ইসলাম মাসুদকে দেশের লাখো কোটি মানুষ চেনে। আসার পথে পথে এক বালকের সাথে দেখা তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তখন ওই বালক বলেন,  আমার নাম শফিকুল ইসলাম মাসুদ। তার বাবার তার এই নাম রেখেছে। কারণ ড. শফিকুল ইসলাম মাসুদ মরে গেলেও যেন তিনি আরেকজনের মধ্যে বেঁচে থাকেন।

 

 

তিনি আরও বলেন, ভারতের হায়দারাবাদ একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে । সেখানে সকল যাত্রীরা মারা গেলেও একজন যাত্রী বেঁচে ছিলেন, আল্লাহ তাকে দৃষ্টান্ত হিসাবে বাঁচিয়ে রেখেছেন। এটার আল্লাহ’র লিলাখেলা। আসলে আমাদের জীবনের কোন নিশ্চয়তা নেই। আমরা কে কখন মারা যাবো। দেশের একজন শিল্পী ফকির আলমগীর “ এক সেকেন্ডের নাইরে ভরসা” এই গানটা গাইতে গিয়েই মারা গেছেন।” 

শামীম সাঈদী আরও বলেন ,“ যেমন আসার সময় আছে, তেমনি যাওয়ারও সময় আছে। তবে কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে তা আমরা জানিনা। তাই আল্লাকে রাজিখুশি রেখেই এ দুনিয়া থেকে যেতে হবে। না হয় পরকালে আমাদের ভযাবহ  শাস্তির মোকাবেলা করতে হবে।

শামীম সাঈদী আরও বলেন,“ শহীদ আল্লাহমা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে ফ্যাসিস্ট  আওয়ামী লীগের সময় কত অপপ্রচার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণেরমত অভিযোগ আনা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়া ছেড়ে চলে  গেলেও এখনও তিনি মানুষের অন্তরে বেঁচে আছেন।

 

 

জামায়াতের ঢাকা দক্ষিনের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,“ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত বৃথা যাবেনা ইনশাল্লা। দেলোয়ার হোসেন সাঈদীর উপর যে অন্যায় করা হয়েছে তার জবাবা পিরোজপুরবাসী দেবে । তিনি আমাকে খুব বেশী ভালোবাসতেন।  শামীম সাঈদী তার বাড়িতে আসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বক্তব্য শেষে শামীম সাঈদ এক হৃদয় বিদারক দোয়া মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, মাসুদ সাইদী,উপজেলা বায়তুল মাল সম্পাদ মাওলানা মোহাম্মদ উল্লাহ , ড. শফিকুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম আজাদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিব, জেলা ছাত্র শিবিরের মোজাহেদুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।   
 

ছামিয়া

×