ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ভুয়া সংগঠনের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সতর্কবার্তা

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম 

প্রকাশিত: ২২:৩৬, ৫ জুলাই ২০২৫

ভুয়া সংগঠনের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সতর্কবার্তা

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের অনুমোদিত অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের বাইরে অনুমোদনহীন নামসর্বস্ব বা ভূঁইফোড় সংগঠনের নামে অপতৎপরতায় লিপ্তদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভ্রান্তি ছড়ানো ও রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টার অভিযোগে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই)  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বিএনপি ও এর অনুমোদিত সংগঠনগুলো ছাড়া অন্য কোনো সংগঠন দলীয় স্বীকৃত নয়।

অনুমোদিত ১১টি সংগঠন হলো জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বিবৃতিতে আরও বলা হয়, ইদানীং  কিছু সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম-ছবি ব্যবহার করে দলীয় পরিচয়ে ভূয়া প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং শৃঙ্খলাভঙ্গের শামিল।

আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, "দলের বাইরে অনুমোদনহীন সংগঠনের নামে কেউ যদি দলীয় পরিচয় ব্যবহার করে, তা হলে তা শুধু বেআইনি নয়। এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র। এ বিষয়ে সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"

সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, "বিভিন্ন সামাজিক মাধ্যমে কিংবা প্রচারপত্রে বিএনপির নাম ও পরিচয় দিয়ে যারা ভূয়া সংগঠনের প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে নজরদারিতে রেখেছি।"

নেতারা আরও জানান, ভূঁইফোড় সংগঠনের ব্যানারে পদ-পদবি গ্রহণ করে দলীয় পরিচয় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এমন কাজ করলে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপিকে জানাতে বলা হয়েছে। সেইসঙ্গে এ বিষয়ে কোনো অনিয়ম চোখে পড়লে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শহীদ

×