ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে কারাবন্দিদের দেওয়া হলো আম-দুধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৯:৫০, ৬ জুলাই ২০২৫

বাগেরহাটে কারাবন্দিদের দেওয়া হলো আম-দুধ

বাগেরহাট জেলা কারাগারে বন্দিদের জন্য আম-দুধের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। রবিবার দুপুরে নিয়মিত খাবারের পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে প্রত্যেক বন্দিকে আম-দুধ সরবরাহ করা হয়।

জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, “আম-কাঁঠালের মৌসুম চলছে। এ সময় বন্দিরা আম-দুধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে জেল কর্তৃপক্ষ স্থানীয় ব্যবস্থাপনায় তাদের সেই ইচ্ছা পূরণে তাৎক্ষণিক উদ্যোগ নেয়। এদিন দুপুরের খাবারের সঙ্গে প্রত্যেক বন্দিকে আম ও দুধ সরবরাহ করা হয়।”

বিতরণের সময় জেলার খোন্দকার মো. আল-মামুন ও ডেপুটি জেলার মো. মফিজুর রহমান উপস্থিত থেকে বন্দিদের হাতে আম-দুধ তুলে দেন। আম-দুধ পেয়ে ইচ্ছা পূরণ হওয়ায় বন্দিরা কারা কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, এর আগের দিন শনিবার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ। দিনব্যাপী কারাগারের ভেতর-বাহির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন ৫০ জন কারারক্ষী। জেল সুপার মোস্তফা কামালের নেতৃত্বে চলে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম। এ সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও মশা নিধনে স্প্রে করেন।

মিমিয়া

×