ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

প্রিয় বেলি ফুল

তাজনুর তাহমিম মেঘা

প্রকাশিত: ১৯:৩৬, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৮, ৬ জুলাই ২০২৫

প্রিয় বেলি ফুল

সন্ধ্যার আকাশে ভিজে যায় নীরবতা,
‎বেলি ফুলের ঘ্রাণে আজ বিষন্নতা। 
‎বর্ষার কুয়াশা গায়ে মেখে বাতাস ফিসফিস করে। সূর্যের কিরণ পড়ে রূপালী জলে
‎দুলে ওঠে কল্পনার জলরং। 

‎বাতাসে বাজে কাঁচা বেলির গন্ধ, 
‎ভিজে যায় চোখের কোন।
‎শুধু থেকে যায় এক নামহীন অপেক্ষা। 
‎বর্ষার বুকে ঝরে পড় কদম ফুলের গান,
‎বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় নরম প্রাণ। 

‎সন্ধ্যার কুয়াশায় লুকিয়ে থাকে এক টুকরো চাঁদ, স্মৃতি ভেজা পাতায় ফিরে আসে, ফিরে আসে!

 

 

‎লেখক:তাজনুর তাহমিম মেঘা
‎একাদশ শ্রেণী, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ, ভাঙ্গুড়া, পাবনা

আফরোজা

×