ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

একদা ঈশ্বর

মো. নুরুজ্জামান সবুজ

প্রকাশিত: ১৩:১২, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৩:২০, ৪ জুলাই ২০২৫

একদা ঈশ্বর

অচেনা রৌদ্দুরে-

না পাওয়ার পথে পথে অনেক হেঁটেছি 
চেনা জানা মানুষগুলো দেখেও না দেখে চলে গেছে! 

অভিমানে অপমানে ভেজা চোখ 
ভিজে গেছে অবিরাম, অন্তহীন।

তোমার হাতে হাত রেখে যে পথে 
একদা ঈশ্বর ইন্দ্রজালের গালিচায় আমাকে ডেকেছিল, 
সে পথ এখন দ্বৈরথের দেবতার দখলে।

আমি অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রই 
নির্বাক পাথরচোখে 
বৃক্ষের মতোই।


কবিঃ মো. নুরুজ্জামান সবুজ, প্রধান শিক্ষক, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গুড়া, পাবনা 

নোভা

×