ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নিজস্ব সংবাদদাতা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৪, ৪ জুলাই ২০২৫

মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

ছবি: জনকণ্ঠ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে।শুক্রবার  সকালে  উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী  পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২ ) পলাতক রয়েছে। 

 

 

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করে। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হাতুড়ি দিয়ে  বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি  কাজ করতো। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

ছামিয়া

×