ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, গণহত্যার সঙ্গে জড়িতদের ‘ফেয়ার ট্রায়াল’ নিশ্চিত করতে চাই: প্রেস সচিব

প্রকাশিত: ০০:৫৭, ৫ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৮, ৫ জুলাই ২০২৫

শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, গণহত্যার সঙ্গে জড়িতদের ‘ফেয়ার ট্রায়াল’ নিশ্চিত করতে চাই: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের ‘আন্তর্জাতিক মানের’ সুষ্ঠু বিচার নিশ্চিত করতে চায় সরকার।

এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। গণহত্যার সঙ্গে যারা যুক্ত, তাদের কারও বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বাকিদের তদন্ত চলছে। আমাদের লক্ষ্য হচ্ছে—আন্তর্জাতিক মান বজায় রেখে একটি ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা।”

শফিকুল আলম জানান, বর্তমান সরকার তিনটি মূল এজেন্ডায় কাজ করছে—সংস্কার (রিফর্ম), বিচার (ট্রায়াল) ও নির্বাচন (ইলেকশন)। “বিভিন্ন মন্ত্রণালয়ে বড় রিফর্ম প্যাকেজ নেওয়া হয়েছে। কিছু রিফর্ম হচ্ছে রিফর্ম কমিশনের মাধ্যমে, যেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা হচ্ছে। জুলাই মাসের মধ্যেই এ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।”

‘আমরা প্রজা নই, নাগরিক হতে চাই’ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “পরপর তিনটি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি। তাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছিল। আওয়ামী লীগ চায়নি কেউ ভোট দিক, আর আমরা চাই সবাই ভোট দিক।”

তিনি বলেন, “এই কারণেই সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিন রূপরেখার ভিত্তিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জুলাই আন্দোলনের চেতনা এখনও অটুট। আমরা আমাদের ফোকাস হারাইনি।”  

আসিফ

আরো পড়ুন  

×