ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ধর্ষক শাস্তি পাচ্ছে না কেন?

প্রকাশিত: ১৮:০৯, ৪ জুলাই ২০২৫

ধর্ষক শাস্তি পাচ্ছে না কেন?

গত ২৬ জুন কুমিল্লা, মুরাদনগর উপজেলা, দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন, বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণ করেছে পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে ফজর আলী। 
আর কিছু সুবুদ্ধিসম্পন্ন লোক বাঁচাতে গেছে বলে অশালীন অবস্থায় পুরো ভিডিও ধারণ করে ফেলছে। সেই অশালীন ফুটেজ পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এমন কুরুচিপূর্ণ কাজ আমাদের দেশে দিন দিন বেড়েছে। কোনো সুস্থ বিচার এখনো আমাদের চোখে দেখলাম না। এত এত ধর্ষণ কখনো কঠোর বিচার হতে দেখলাম না। 
এমন কাজ যারা করছে তাদের শাস্তি জনসম্মুখে দেওয়া দরকার কিংবা লাইভ টেলিকাস্ট করে পুরো জাতিকে দেখানো দরকার কঠিন শাস্তি দিয়ে। এভাবে চলতে থাকলে কোথাও কেউ নিরাপদ না। আমার আপনার ঘরের নারীরা কিভাবে নিরাপদ হবে একটু বলেন। এটা কোন যুগ চলে এলো আমাদের দেশে? এই দেশ কখন শান্তি ও সুন্দর সুললিত হয়ে গড়ে উঠবে জানি না।
ধর্ষণকারী যে ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক দলের হবে হোক তার একটাই নাম সে ধর্ষক। ধর্ষকের কোন জাত-পাত, ধর্ম-বর্ণ ও মনুষ্যত্ব নেই সে অমানুষ। এমন কুরুচিপূর্ণ মারাত্মক অঘটন যে ঘটিয়েছে তার সঠিক বিচার করে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক। তার মতো ধর্ষক যে জাতিতে মিশে থাকবে সে জাতি ধ্বংস হবে এবং ঘৃণা বিদ্বেষ ছড়াবে।
এমন অবস্থা হলে দেশে বসবাস করা যাবে না। আর রাজনৈতিক দল গুলো রয়েছে নির্বাচন ও তাদের আধিপত্যের হিসাব-নিকাশ নিয়ে। জনগণের অবস্থা কি হচ্ছে বা মরছে নাকি বাঁচছে তার দিকে কোনো নজর নেই। এই দেশে সুস্থ মস্তিষ্কের মানুষ বসবাস করতে পারে না। এটা নরকের ভূখণ্ড হয়ে গেছে। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং আমাদের নারী জাতির নিরাপদ চাই। সেদিন আছিয়া আজ নন্দিনী কাল কে হবে? কাল ও কী এমন জগন্যতা অপেক্ষা করছে?
একের পর এক কাহিনী ও ধর্ষণের ঘটনা হচ্ছে দেশে। এই জনমানসের নিরাপত্তা কে দেবে? এই দেশে জন্ম নিয়ে কী মানুষ অপরাধ করে ফেলছে? নাকি এই দেশে এভাবেই চলতে থাকবে অরাজকতা বিশৃঙ্খলা ধর্ষণ খুন মব ও হয়রানি নিয়ে? এই দেশে শান্তি ফিরে আসে মতো শাসন চাই আমরা। এই দেশে বসবাস করার অধিকার সবার রয়েছে। আমরা এমন মারাত্মক অশালীন কুরুচিপূর্ণ কাজের কঠিম শাস্তি চাই। মৃত্যুদণ্ডই হবে একমাত্র সমাধান। ধর্ষকের শাস্তি চাই।

ওমর ফারুক 
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

প্যানেল

×