ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

এইসব গুজব বাজ দালালদের দৌরাত্ম্য এখনই থামানো জরুরী: হাবিবুর রহমান হাবিব

প্রকাশিত: ২১:৩৭, ৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:৩৭, ৪ জুলাই ২০২৫

এইসব গুজব বাজ দালালদের দৌরাত্ম্য এখনই থামানো জরুরী: হাবিবুর রহমান হাবিব

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি স্থিরচিত্র ঘিরে বিএনপিকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। ওই ছবিতে দেখা যায়, এক আহত ‘জুলাই যোদ্ধা’ যুবক নাদিম দাঁড়িয়ে আছেন, আর পেছনে বসে আছেন বিএনপির সিনিয়র নেতারা। অনেকেই ছবিটি শেয়ার করে দাবি করেন—বিএনপির নেতারা আহত কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল নন।

তবে পুরো ঘটনাকে ‘গুজব’ ও ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে ফেসবুকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে হাবিব লেখেন, “ছেলেটি হেঁটে গিয়ে মঞ্চে বক্তৃতা দিতে গিয়েছিল। অথচ একদল গুজববাজ মানুষ এই ছবি পোস্ট দিয়ে বুঝাতে চাচ্ছে বিএনপির নেতারা বসে গল্পে লিপ্ত আর জুলাই যোদ্ধা জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে! এইসব আল বটর বাহিনী নিয়েই আমাদের বসবাস!”

তিনি আরও বলেন, “আসলে ছেলেটিকে সর্বোচ্চ সম্মান দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশে বসার সিট দেওয়া হয়েছিল। এইসব গুজববাজ দালালদের দৌরাত্ম্য এখনই থামানো জরুরি।”

এই ঘটনার ব্যাখ্যা দিতে টেলিভিশনের একটি টকশোতে হাজির হন ভাইরাল ছবির মূল চরিত্র—আহত নাদিম। তিনি বলেন,
“ছবিটি বিভ্রান্তিকরভাবে ছড়ানো হয়েছে। আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম, আর দলের সিনিয়র নেতারা আমাকে সাহায্য করেছেন, সিট দিয়েছেন। আমি বক্তব্য দেওয়ার পর আবার মির্জা আব্বাস সাহেবের পাশে গিয়ে বসেছিলাম, উনি আমার চিকিৎসার খোঁজও নেন।”

নাদিম জানান, তিনি নিজে ভিডিও প্রমাণসহ পোস্ট করে পুরো ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন। তিনি ‘গুজবের সূত্রপাত’কারী কিছু প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করেন, যাঁদের মধ্যে একজনকে আগে তিনি শ্রদ্ধা করতেন বলেও জানান।

নুসরাত

×