ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

হাইব্রিডদের বিএনপিতে জায়গা হবে না—আহমেদ আযম খান

প্রকাশিত: ০১:০৬, ৫ জুলাই ২০২৫

হাইব্রিডদের বিএনপিতে জায়গা হবে না—আহমেদ আযম খান

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিডরা একদিকে যেমন দেশের অগ্রযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করেছে, তেমনি সাধারণ মানুষকে বিরক্তও করেছে। তিনি সাফ জানিয়ে দেন—বিএনপি এ বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং দলীয় কাঠামোতে হাইব্রিডদের কোনো স্থান হবে না।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর অবস্থান প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, “বর্তমানে কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন না পেয়ে নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বলছে। কেউ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ আবার বিচার চেয়ে নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছে। আমি স্পষ্ট করে বলছি—নির্বাচন পিছিয়ে দেওয়া মানেই দেশের অগ্রযাত্রা, শিল্পায়ন ও সমৃদ্ধিকে থামিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “আমরা লক্ষ করছি, এমন কিছু রাজনৈতিক শক্তি আছে যারা জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না। তাই তারা নির্বাচন যেন না হয় অথবা পিছিয়ে যায়—সে লক্ষ্যে কাজ করছে। এটি শুধু নির্বাচনী ষড়যন্ত্র নয়, বরং দেশের জন্যও ভয়াবহ ক্ষতিকর। কে ক্ষমতায় যাবে বা কে বিরোধী দলে থাকবে, সেটিই মুখ্য নয়—মূল বিষয় হলো দেশকে ভালোবাসা এবং দেশের উন্নয়নে কাজ করা।”

আহমেদ আযম খান হুঁশিয়ার করে বলেন, “নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কিংবা না হওয়ার ধোঁয়া তুলে যারা মাঠ গরম করছে, তারাও এক ধরনের ফ্যাসিবাদের সহায়তাকারী। এ ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকলে তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করে ফ্যাসিবাদকেই শক্তিশালী করবে।”

আসিফ

×