ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ

শাহাদাৎ বাবু, নোয়াখালী

প্রকাশিত: ০২:৪২, ৫ জুলাই ২০২৫

নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ

নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ একজন সুদক্ষ সাংগঠনিক মেধাবী রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত আইনজীবী ও একজন সুবক্তা হিসেবে রয়েছে তার বিশেষ সুপরিচিতি। বিশেষ কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার কারণে অবশেষে তিনি জেলা বিএনপির দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পেলেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশকে নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা ও ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য দীর্ঘ ৮ বছর পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর গত ৬ মে ৩৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এবার নতুন করে শুধু অ্যাডভোকেট পলাশকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত হয়ে অ্যাডভোকেট পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়াসহ দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং দোয়া কামনা করেন।

Mily

×