ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘দপ্তর সেল’ গঠন, সম্পাদক শাহাদাত হোসেন

প্রকাশিত: ০২:৫১, ৫ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘দপ্তর সেল’ গঠন, সম্পাদক শাহাদাত হোসেন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘দপ্তর সেল’ গঠন করা হয়েছে।

এই সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহাদাত হোসেনকে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে দপ্তর সেলের পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করছে, এই সেল গঠনের মাধ্যমে সংগঠনের নীতিগত দিকনির্দেশনা ও প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতি আসবে।

আসিফ

×