ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইটভাঁটির ধোঁয়ায় পরিবেশ বিপন্ন

উম্মে সালমা, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:১৭, ৪ জুলাই ২০২৫

ইটভাঁটির ধোঁয়ায় পরিবেশ বিপন্ন

প্রত্যহিক জীবনে ইটের বিকল্প নেই। কিন্তু আমাদের পরিবেশকে হুমকির মুখে। ইটভাঁটির কালো ধোঁয়া ক্ষতিকর প্রভাব ফেলছে পরিবেশের ওপর। মানুষ ভুগছে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে। ইট ভাঁটির আশপাশের এলাকা, নদী ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইটভাঁটি সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইটভাঁটির কালো ধোঁয়ায় মানুষের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইটভাঁটিগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। ইটভাঁটির কারণে পরিবেশ দূষিত হচ্ছে, ভূমির উর্বরতা হ্রাস পাচ্ছে ও বন উজাড় হচ্ছে। কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে। ইটভাঁটিতে মাটির জোগান দিতে ফসলের জমি অকেজো হয়ে গর্তে পরিণত হচ্ছে। শুধু সমতল ভূমি নয়, কোথাও কোথাও পাহাড়ও কাটা হয় ইটভাঁটির মাটি জোগাতে। এটা পরিবেশের খুব বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইটভাঁটি থেকে কী করে আমাদের পরিবেশকে রক্ষা করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাচ্ছি। 
উম্মে সালমা 
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

প্যানেল

×