ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সড়কের বেহালদশা

প্রকাশিত: ১৮:১২, ৪ জুলাই ২০২৫

সড়কের বেহালদশা

বাগেরহাটের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। জনগুরুত্বপূর্ণ এ সড়কের বেশির ভাগ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। অনেক সময় এসব গর্তে যাত্রী ও পণ্যবোঝাই যানবাহন ফেসে যাওয়ায় দীর্ঘ জ্যামজটের সৃষ্টি হয়। ফলে বিপাকে পড়তে হয় ইমার্জেন্সি রোগীসহ জনসাধারণের। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেন না শিক্ষার্থীরাও। উপজেলার এটিই প্রধান সড়ক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদসহ প্রধান প্রধান জায়গায় এ সড়ক দিয়েই যেতে হয়।
এদিকে এ সড়ক দিয়েই প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ স্থানীয় প্রায় শতাধিক লোকাল ও পরিবহন বাস চলাচল করে। এছাড়াও পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ আরও অনেক যানবাহন চলে এ সড়ক দিয়েই। সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও এ বিষয় কোনো খেয়ালই নাই সড়ক ও জনপদ (সওজ) বিভাগের।
জেলার সাইনবোর্ড থেকে শরণখোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার। ২৪ ফুট প্রস্থ সড়কটির উপজেলার আমড়াগাছিয়া কাঠের পুল থেকে তাফালবাড়ী শাম বেপারির বাড়ির সামনের ব্রিজ পর্যন্ত এই অংশের প্রস্থ ১৮ ফুট। সড়কের এই সরু অংশটুকু প্রশস্ত করা না হলে প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
আমরা প্রায়ই দেখে থাকি বড়সড় দুর্ঘটনা না ঘটলে কর্তৃপক্ষের টনক নড়েই না। কারণ তাদের চোখ থাকিতেও অন্ধ। চোখে কাঠের চশমা পড়ে। অথচ কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দিলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমরা আশা করব এই লেখা প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়বে। সুদৃষ্টি দেবে এই সড়কের দিকে।
মো. সাব্বির সরদার
শরণখোলা, বাগেরহাট

প্যানেল

×