
ছবি: জনকণ্ঠ
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, "২৪ সালের জুলাই-আগষ্টে আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আল্লাহ মুক্তির পথ তৈরী করে দিয়েছেন। ৪১ সাল পর্যন্ত তারা থাকার টার্গেট করেও থাকতে পারেন নাই। একটা পরিবার তন্ত্র বা মানুষের তৈরী মতবাদের নেতা কতটা সার্থপর হইতে পারে তার আর কি দেখার বাকী আছে আপনাদের। সে পালানোর তিন দিন আগে তার পরিবারে সবাইকে জানিয়ে দিয়েছে যে, তোমরা পালায়ে চলে যাও, আমরা আর টিকতে পারব না। তার দলের সেক্রেটারিকেও পর্যন্ত জানায় নাই।
যে পুলিশের ওপর সে নির্ভর করছে সেই পুলিশ র্যাবকে পর্যন্ত জানায় নাই। তার পরিবার এবং কয়েকটা সুটকেস ছাড়া আর কিছু নিয়ে যায় নাই। যে পরিবার তন্ত্রের নেতারা তার সুটকেচ ও পরিবারের লোকজন ছাড়া অন্য কিছু ভাবে না, সেই পরিবারতন্ত্র বাংলাদেশ কিংবা এই বাউফলে মানুষ আর বাছাই করবে না।"
আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা দিকে দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটি প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
ড. মাসুদ আরও বলেন, "একমাত্র আওয়ামীলীগ ফ্যাসিস্ট ছাড়া এরকম প্রকাশ্যে বিগত ১৭ বছরে কোন মানুষ, কোন রাজনৈতিক দল এই বগা এলাকায় কোন ধরনের সভা সমাবেশ করার সুযোগ পায় নাই। আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহে আমরা জনগনের কল্যানে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। এই বাউফলের তরুন-যুবকদের জন্য আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরীতে কাজ করে গেছি। করোনা সংকটের সময় অনেকের চাকুরি চলে গিয়েছিল, ব্যাবসাবানিজ্য বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কর্মসংস্থানের জন্য আমরা গবাদি পশু কিনে দিয়েছি, কৃষক ভাইদের জন্য কৃষি উপকরণ কিনে দিয়েছি। টেকনিক্যাল উপকরণ কিনে দিয়েছি। আমাদের মা বোনদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে অস্বচ্ছলদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি। শীত কালিন শীত বস্ত্র বিতরণ করেছি। ওই সময় ওইসব বিতরণ করলে পুলিশ হয়তো আমাদের গ্রেফতার করবে এটা জানা সত্ব্যেও বিগত ১৭ বছরে আপনাদের থেকে আমরা বিচ্ছিন্ন থাকি নাই। নদী বিধৌত এই বাউফলের বিভিন্ন সময়ের ঝড়-বন্যা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থদের খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছি। তাদের দুঃখ-দুর্দশা লাগবের জন্য কাজ করেছি। আমারা হিন্দু সম্প্রদায়ের জন্য এই বগা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন উপকরণসহ সহায়তা প্রদান করেছি। ইসলামের ভিত্তিতে আমরা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।"
বাউফলবাসীর দীর্ঘদিনে দাবী বগাসেতু নির্মাণ প্রসঙ্গে ড. মাসুদ বলেন, "এই বগা সেতু আপনাদের দরকার। বিগত ১৭ বছর, দেশ স্বাধীনের ৫৩ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ছিল, হুইপ ছিল কেউই সেতু নির্মাণের কাজটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে নাই। আপনাদের দোয়া ভালবাসা নিয়ে আমি ইতিমধ্যে অন্তর্বর্তি সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষ্যাৎ করে আপনাদের এই বগায় বাংলাদেশ-চীন ৯ম মৈত্রি সেতু নির্মাণের বিষয়ে কথা বলেছি। তিনিও আমাদেরকে আশ্ব্যস্ত করেছেন। অন্তবর্তি সকরারকে এজন্য আমরা ধন্যবাদ জানাই। আলহাদুলিল্লাহ আমাদের চেস্টায় ইতিমধ্যে এই সেতুর জন্য কাজ শুরু হয়েছে।"
ড. মাসুদ বলেন, "আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামের পক্ষের এমপি চায় বাংলাদেশ জামায়াতে ইসলামি। বাউফলের মানুষ এমপিকে খাদেম হিসাবে দেখতে চায়। একজন এমপির কথায় চাকুরী চলে যায়, ঘুষ নিয়ে একজন এমপি চাকুরী দেয়, এমন এমপি আমরা চাই না। গম চোর, টিন চোর এবার বিজয়ি করা হবে না। টিন চুরি করবনা বলেই ক্ষতিগ্রস্থদের ঘরে আমরা ইতিমধ্যে টিন পৌঁছে দিয়েছি। এবার সততা, নৈতিকতা, দক্ষতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জনগনের পাশে দাঁড়াতে সক্ষম এমন একজন খাদেম হবে বাউফলের এমপি। একজন সেবক হবেন বাউফলের সাড়ে ৪ লক্ষ মানুষের এমপি। আমি আপনাদের পাশে থাকব। আমরা কেন্দ্র পাহাড়া দিয়ে এই বগা থেকে আমাদের বিজয়ের কাজটা শুরু করতে চাই। ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই।"
দলীয় নেতা কর্মীদের উদ্দেশে ড.মাসুদ বলেন, "যে কোন বিজয়ের জন্য কস্ট করতে হয়। ৫৩ বছরে আমরা পারি নাই। এবার ৫৩ দিনে আমরা পারব ইনশাঅল্লাহ। সমাজ গঠনে মসজিদে মসজিদে, স্কুলে-স্কুলে, কলেজে ভূমিকা রাখতে হবে। মন্দিরের ভাইদের সঙে, কৃষক-শ্রমিক ভাইদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। বাউফলের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত বগাবন্দর থেকেই আমরা আমাদের বিজয়ের কাজটা শুরু করতে চাই। আমরা অন্যায় করব না। আবার কেউ অন্যায় করলে আমরা তাকে ছেড়েও দেব না। ফসল রক্ষার জন্য আগাছা দমন করতে হয়। এবার আমরা ফসল পাওয়ার জন্য আগাছা দমন করতে হলে আগাছা দমন করেই সাড়ে ৪ লক্ষ মানুষের দ্বারে ফসল পৌঁছে দেব, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠান শেষে ড. মাসুদ জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় বগা ইউনিয়নের তরুন-যুবক ও ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করেন।
জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মু. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মু. রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুদ দাঈয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
ছামিয়া