
ছবি: সংগৃহীত।
কুমিল্লার মুরাদনগরে মাদক কেনাবেচার অভিযোগে এক নারীর দুই ছেলেমেয়ে কুপিয়ে হত্যা ও আরেক মেয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে জনপ্রিয় উপস্থাপক আব্দুন নূর তুষার গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তিনি বলেন, "সরকারি দায়িত্বশীলরা ‘মব’ ও ‘প্রেশার গ্রুপ’ এর পার্থক্য বোঝে না। মব হলো পরিচয়বিহীন জনগোষ্ঠী যারা দলগতভাবে পরিচিত না হয়ে আইনশৃঙ্খলার বাইরে চলে গিয়ে নিজের মতো করে কাজ করে।" তুষার আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আইন রয়েছে, তবে মব যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে এ ধরনের হিংসাত্মক কাজ হতো না, তারা থানায় মামলা করে।"
তিনি সরকার ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। "যারা মব, তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। আর মাদকের আসামিদের যদি থানায় আটকে রাখা হয়, পুলিশ কি তাদের ছাড়া দিতে পারবে?" এমন প্রশ্ন তুষার করেন।
টকশোয় তুষার উল্লেখ করেন যে, বিএনপি’কে চাঁদাবাজি দমন করতে আহ্বান জানানো হলেও সরকার কেন ওই দাবিতে ব্যবস্থা নিচ্ছে না। "কেন যমুনা ঘেরাও করে না চাঁদাবাজি বন্ধের দাবিতে?" তিনি প্রশ্ন তোলেন।
তুষার আরও বলেন, "মব এবং প্রেশার গ্রুপ নিয়ে বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হচ্ছে। এটা যেন নির্বাচনী টালবাহানা সৃষ্টি করার একটি কৌশল। গণতন্ত্রে দ্বিমতের সৌন্দর্য আছে, একমত হওয়া বাধ্যতামূলক নয়।"
তিনি ধানমন্ডিতে পুলিশের পুরস্কার বিতরণ ও পটিয়ায় পুলিশের তিরস্কারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, "কেন ধানমন্ডিতে মব দমনের জন্য পুলিশকে পুরস্কৃত করা হলো কিন্তু পটিয়াতে পুলিশকে দণ্ড দেয়া হলো? এসব বিষয়ের ব্যাখ্যা দিতে হবে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=5vl4hzlVybs&ab_channel=JamunaTV
নুসরাত