
ছবি: সংগৃহীত
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা অন্যতম যুব নেতৃত্বাধীন সংগঠন ‘লেট’স টক মেন্টাল হেলথ’ (LTMH) আয়োজন করেছে বিশেষ সম্মাননা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান — ‘বিগিনিং উইথ পারপাস: ওরিয়েন্টেশন ও চেঞ্জমেকারদের সম্মাননা’। বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আখন্দ, যুগ্ম সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন আখন্দ বলেন, “তরুণরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। তাদের সুস্থ মানসিক বিকাশের জন্য এমন প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর যুগে মানসিক চাপে পড়া তরুণদের পাশে থাকা আমাদের দায়িত্ব। LTMH-এর মতো উদ্যোগগুলো সরকারের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যকে শক্তিশালী করছে।”
বিশেষ অতিথি প্রফেসর কামাল চৌধুরী বলেন, “মানসিক স্বাস্থ্য এখন আর বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। তরুণদের মানসিক শক্তি গঠনে এমন প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়।”
অনুষ্ঠানে যেসব আয়োজন ছিল:
* 'লেট’স টক মেন্টাল হেলথ'-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপনা
* ‘লেট’স টক মেন্টাল হেলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’, যেখানে মাঠপর্যায়ে ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়
* চেঞ্জমেকারদের শপথ গ্রহণ, যেখানে নতুন সদস্যরা সংগঠনের উদ্দেশ্য ও মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেন
* নেটওয়ার্কিং লাঞ্চ, যা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ করে দেয়
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আনুশা চৌধুরী বলেন, “এই আয়োজন একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়; এটি একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের সূচনা। আজ যারা যুক্ত হচ্ছেন, তারা কেবল সদস্য নন—তারা ভবিষ্যতের নির্মাতা।”
সংগঠন পরিচিতি:
‘লেট’স টক মেন্টাল হেলথ’ একটি যুবনেতৃত্বাধীন প্ল্যাটফর্ম, যারা বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সহানুভূতিশীল নেতৃত্ব গড়ে তোলা ও তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আসিফ