
ছবি: সংগৃহীত
পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ডাকাত সুজন বেপারীর স্ত্রী সাদিয়া বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
পালাতক ডাকাত সুজন বেপারী (২৫) মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেংগুঠিয়া গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। তার স্ত্রী ও গ্রেপ্তারকৃত সাদিয়া বেগম (২১) একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে একটি ট্রলারে করে ডাকাতদল ধারালো অস্ত্রসহ বাকেরগঞ্জের কারখানা নদী অতিক্রম করছিল। এ সময় নদীতে মাছ ধরতে থাকা জেলেরা সন্দেহ হলে ডাকাতদের চ্যালেঞ্জ করে। তখন ডাকাতরা তাদের ভয় দেখায়, তবে জেলেরা প্রতিরোধ গড়ে তোলে এবং স্থানীয়দের সহায়তায় চারজন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকদের মধ্যে সুজন বেপারী গণপিটুনিতে আহত হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই দুপুরে পুলিশি পাহারা ভেদ করে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতাল নিরাপত্তায় থাকা দুই পুলিশ সদস্য — নায়েক মো. আব্দুল্লাহ ও কনস্টেবল মো. শামীম — কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বরিশাল জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুজনের পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্ত্রী সাদিয়া বেগমের সক্রিয় সহায়তা ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে সেদিন হাসপাতাল থেকে আটক করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে পালাতে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্য নায়েক মো. আব্দুল্লাহ।
বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “পালিয়ে যাওয়া ডাকাত সুজন বেপারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা ঘাটতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
আসিফ