ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

টঙ্গীর মন্নু টেক্সটাইলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, নথি তলব দুদকের

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২৩:১৮, ৪ জুলাই ২০২৫; আপডেট: ২৩:২১, ৪ জুলাই ২০২৫

টঙ্গীর মন্নু টেক্সটাইলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, নথি তলব দুদকের

টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন টেক্সটাইল মিলে ব্যাপক ঘুষ, দুর্নীতি, সরকারি অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, কর ফাঁকি, ঋণের অর্থ লোপাট এবং শেয়ার সদস্যদের অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে ২০০১ সাল থেকে যাবতীয় নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৭ জুলাইয়ের মধ্যে এসব নথি দুদক কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) মিলটির চেয়ারম্যান হারুন অর রশিদ নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা অনুসন্ধান কর্মকর্তা হিসেবে তদন্ত করছেন। সরকারি এই বৃহৎ কারখানাটি শ্রমিকদের মালিকানায় হস্তান্তর করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায় বলে জানান দুদক কর্মকর্তারা।

নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, “দুদকের নোটিশ পেয়েছি। চাহিদা অনুযায়ী কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা দেওয়ার চেষ্টা করবো।”

দুদকের জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, “এতদ্বারা জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন স্বাক্ষরকারীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।”

চিঠিতে আরও বলা হয়, হারুন অর রশিদ (চেয়ারম্যান, নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেড, টঙ্গী, গাজীপুর) এবং অন্যদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, সরকারি অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, কর ফাঁকি, ঋণের অর্থ আত্মসাৎ, শেয়ার সদস্যদের অর্থ লুটপাটসহ নানা অনিয়মের অভিযোগ তদন্তাধীন।

মিমিয়া

আরো পড়ুন  

×