ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচারের দাবি বিএনপি নেতা দুলুর

প্রকাশিত: ২২:৪৯, ৪ জুলাই ২০২৫

ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচারের দাবি বিএনপি নেতা দুলুর

২০০৭ সালের বহুল আলোচিত ওয়ান ইলেভেন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক উপমন্ত্রী হারুনুর রশীদ দুলু। তিনি বলেন, “যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যাদের হাত ধরে বেগম খালেদা জিয়ার মতো তিনবারের প্রধানমন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে, তাদের আজও বিচারের মুখোমুখি করা হয়নি।”

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কুশিলবরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে নির্যাতন চালায়। সেই নির্মম নির্যাতনের ফলে আজও তারেক রহমান পঙ্গু অবস্থায় জীবন যাপন করছেন।

দুলু প্রশ্ন তোলেন, “যারা গণতন্ত্রকে রাত্রিকালীন অভ্যুত্থানের মাধ্যমে রুদ্ধ করেছিল, যারা নির্দোষ তারেক রহমানকে নির্যাতন করেছে, তারা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে কেন? কেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না? কেনো তাদের গ্রেফতার করা হচ্ছে না?”

তিনি অভিযোগ করে বলেন, “ওয়ান ইলেভেনের সেই নায়কেরা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে বলেছিল, ‘আপনাকে আমরা ক্ষমতায় নিয়ে আসব, বিনিময়ে আপনি আমাদের নিরাপদে দেশত্যাগে সহায়তা করবেন।’”

বিএনপি নেতা দুলু দাবি করেন, দেশের ইতিহাসে সবচেয়ে গভীর গণতান্ত্রিক সংকট সৃষ্টি করেছিল এই ওয়ান ইলেভেন কুশিলবরা। তাদের রাজনৈতিক ষড়যন্ত্র, নির্যাতন ও জাতীয় নেতৃত্বকে নির্মূল করার অপচেষ্টা গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সরকার ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষের আস্থা ফেরাতে হলে ওয়ান ইলেভেনের ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

Jahan

আরো পড়ুন  

×