
মাঝরাতের বোবা কান্না শুনেছো কখনো!
চোখের কোনায় উছলে ওঠা ঝরে পড়া জল দেখেছো কি কখনো?
এসব নিখাঁদ খাঁটি, এখানে একবিন্দুও মিথ্যে নেই।
বিশ্বাসের শিকলবাধা সিন্ধুকে নিন্দুকের ভয়ে-কান্না ও চোখের জল তুলে রাখি পরম যতনে।
যদি হঠাৎ আমিত্বের অকাল আসে সেদিন না হয় সিন্ধুক খুলে নেবো এসবের ঘ্রাণ।
মো. নুরুজ্জামান সবুজ
প্রধান শিক্ষক, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গুড়া, পাবনা
রাজু