ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুলাইয়ের শহীদেরা

এবিএম কাইয়ুম রাজ

প্রকাশিত: ২৩:১১, ৩ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১৪, ৩ জুলাই ২০২৫

জুলাইয়ের শহীদেরা

জুলাই আসে রক্তের ছাপে,
শহীদের স্মৃতি হৃদয়ের মাপে।
পথের ধুলায় পড়ে থাকে নাম,
আবু সাঈদ মুগ্ধ—জীবনের দাম।

চোখে আগুন, বুকে ছিল ঢেউ,
সত্যের জন্য ছেড়ে দিল সব ক’টেউ।
জীবন দিল, তবু মাথা নত নয়,
মুগ্ধ ছিল এক সাহসী পরিচয়।

তার সাথে ছিল আরও কিছু প্রাণ,
তাদের রক্তে লেখা স্বাধীনতার গান।
জুলাই মাসে তারা হল অমর,
তাদের ত্যাগে গড়ে উঠল আগামী ভোর।

মায়ের কোল খালি, চোখে শুধু জল,
তবুও গর্বে বলেন, "আমার ছেলে অনল"।
আবু সাঈদের হাসি আজও জ্বালে আলো,
সে তো রয়ে গেছে দেশের ভালো।

ঝড় এলে, বৃষ্টি নামে,
জুলাই কাঁদে নিরবে গানে।
শহীদের স্মরণে বাজে বিজয়,
তাদের রক্তেই ফুটে উঠে আশা-পরিচয়।

আমি তো চাই না সোনালি মুকুট,
চাই শুধু মুগ্ধের মতো নিঃস্বার্থ শপথ।
তার মতো বাঁচি, তার মতো মরি,
তাদের পথেই আমার স্বপ্ন গড়ি।

লেখক:  এবিএম কাইয়ুম রাজ

মিমিয়া

×