ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

একশ ডলার চিনেছি এবার তোমাকে!

বিমল সরকার

প্রকাশিত: ১১:১৭, ৩ জুলাই ২০২৫

একশ ডলার চিনেছি এবার তোমাকে!

ছবি: জনকণ্ঠ

একশ ডলার চিনেছি এবার 
তুমি যে কত দামি!
ছাব্বিশ বছর কেটে গেলো-
চিনিনি তোমাকে আমি!
উৎসবে গেছি, সমাবেশে,
মিলেছে তো হাততালি,
তোমাকে দিতে পারে না বলেই
অনেকের জোটে গালি।
অপমানটা দিয়েছে ব‍্যথা
যখন হাতটা খালি 
কেউ চেনেনি আমাকে প্রিয় 
আমি কি বোধের মালি!
দাতা ছিলাম স্পন্সর 
সহানুভূতির সাথে
কথার শুলেও ঝরেছে আঁখি 
তিমিরের বহুরাতে!
কালের গায়ে টিকলো কি তা
যার হয় ঢালাঢালি
ব‍্যথিতের ব‍্যথা খোঁজে না অনেকে 
দু’হাত যখন খালি!
বন্ধু বলতো-
জীবনটা পুরো তোমার 
যদি পকেটে থাকে টাকা
কেউবা বলতো যদি থাকে 
বড়লোক কোন কাকা!
প্রেম জমে না শুদ্ধ প্রাণের 
রূপে-রসে ঢালা-ঢালি
ধনীদের তবে দেখেছি এবার
পকেটের জোরাতালি।
তবে এবার বইমেলা 
স্মৃতি হলো অস্টিনে
কোন কবিতার নতুন কথায়
রেখেছি সবারে চিনে
কেউবা এখানে নতুন করে
রাখলো আমাকে ঋণে
জ্ঞান বাগিচায় জল দিলো যে
তৃষ্ণার এই দিনে।
আমি কেন যে করিনি যত্ন
নতুন করে খুঁজলাম!
এবার তবে বুঝলাম,
একশ ডলার মানে প্রিয় 
বিশাল কারো রত্ন!
যার বিহনে অনেক কিছুই
থাকে তো নিছক স্বপ্ন!
ডলার যেখানে স্পন্সর
সেখানে জাগে প্রাণ 
এখন থেকে মূল্য পাবে-
আমার প্রতিটি দান!
প্রবাসের এই মরুভূমিতে
ডলারের নাম টাকা
শত সাধনার শ্রমে-ঘামে
ক‍্যানভাসে ছবি আঁকা!

 

লেখকঃ বিমল সরকার, অস্টিন, আমেরিকা

আবির

×